Category: বাংলাদেশ

ভারতে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১২০

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি: ভারতের উত্তরপ্রদেশের হাথরসে হিন্দু সনাতন ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। মৃতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২ জুলাই) হাথরসে হিন্দু ধর্মের ‘সৎসঙ্গ’ অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। আর তখনই ঘটে এমন ঘটনা। কিছু বুঝে উঠার আগেই ভিড়ের চাপে প্রাণ হারান অসংখ্য মানুষ। জানা যায়, হাথরাসের রতিভানপুরে শিবপুজোর সৎসঙ্গ অনুষ্ঠান ছিল। যেখানে যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ। অনুষ্ঠান শেষে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর চেষ্টা করেন অনেকে। তখনই ভিড়ের চাপে পদপিষ্ট হন বহু মানুষ। এ ঘটনায় এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। উত্তরপ্রদেশের ইটাহর এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছেন, হাথরাস জেলার সিকানদ্রারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে ভোলেবাবা সৎসঙ্গের অনুষ্ঠানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি জানান, মরদেহ উদ্ধার হওয়াদের অধিকাংশই নারী ও শিশু। আলিগড়ের আইজি বিষয়টি বলেন, ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। যতদূর জানা গিয়েছে রতিভানপুরে ভগবান শিবের উদ্দেশে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি শুরু হয়। তখনই পদপিষ্ট হয়ে এতো প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই রয়েছেন হাথরাস ও ইটাহর বাসিন্দা। মৃতদের আলিগড় ও ইটাহতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সুরমা নদীতে নৌকাডুবি, মা-মেয়েসহ নিখোঁজ ৩ যাত্রী

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামের সুরমা নদীতে নৌকা ডুবে মা-মেয়েসহ তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন জোসনা বেগম (৩২) তার মেয়ে ময়না খাতুন (২) ও বৃদ্ধা গুলজান বেগম (৬৫)।  মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় আজমপুর মুজিবপল্লী থেকে নৌকা দিয়ে সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজার শহরে যাচ্ছিলেন তারা। ৭ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ৪ যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এ সময় ওই দুই নারী ও এক শিশু প্রবল স্রোতে ভেসে যায়। নৌকাডুবির খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিন জনের একজনকেও উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।

চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুর্ভোগ, পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রামে টানা চার দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার পাশাপাশি রাস্তা-ঘাট কাদাপানিতে একাকার হয়ে গেছে। বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার চাকতাই-খাতুনগঞ্জ। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। নগরীর নিচু এলাকা চকবাজার, ষোলশহর, আগ্রাবাদ সিডিএ, শুলকবহর, কমার্স কলেজসহ নগরীর বেশ কিছু এলাকায় সড়কের ওপর পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

বাংলাদেশিদের নি‌য়ে ‘অযা‌চিত মন্তব‌্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রার্থীর 

নির্বাচনি বিতর্ক চলাকালে ‘অযা‌চিতভা‌বে’ বাংলাদেশের নাম টে‌নে এনেছেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ‘ক্ষমতায় এলে বাংলা‌দেশের মতো দেশগুলো থেকে আসা য‌া‌দের বৈধ কাগজপত্র নেই, তা‌দের নিজ দে‌শে ফেরৎ পাঠা‌নো হ‌বে।’ মঙ্গলবার (২৫ জুন) যুক্তরা‌জ্যের প্রভাবশালী দৈ‌নিক ‘ডেইলি সা‌ন’ আ‌য়োজিত এক‌টি বিতর্ক অনুষ্ঠা‌নে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন। এদিকে তার মন্ত‌ব্যে ব্রিটে‌নের বাংলা‌দেশি ক‌মিউনিটি‌তে প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

‘এবার একতরফা নির্বাচন করতে পারবে না সরকার’, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল

সাইফুদ্দিন রবিন: প্রায় ১ বছর ধরে দেশজুড়ে সমাবেশ, পদযাত্রা, গণমিছিল কর্মসূচি পালন করে আসছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে এখন যুগপৎ আন্দোলনে আছে আরও কয়েকটি দল ও জোট। ধারাবাহিক এসব কর্মসূচির চূড়ান্ত পর্ব বা রাজনীতির গন্তব্য আসলে কোনদিকে; সে প্রসঙ্গে যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ২০১৪ ও ১৮ সালের মতো একতরফা নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। জনগণ যেমন প্রতিরোধ করবে, তেমনি অবাধ নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপও আছে। তার মতে, এ দেশের রাজনীতিতে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত, নির্বাচনকালীন নির্দলীয় সরকার।