সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামের সুরমা নদীতে নৌকা ডুবে মা-মেয়েসহ তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন জোসনা বেগম (৩২) তার মেয়ে ময়না খাতুন (২) ও বৃদ্ধা গুলজান বেগম (৬৫)।
মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় আজমপুর মুজিবপল্লী থেকে নৌকা দিয়ে সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজার শহরে যাচ্ছিলেন তারা। ৭ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ৪ যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এ সময় ওই দুই নারী ও এক শিশু প্রবল স্রোতে ভেসে যায়। নৌকাডুবির খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিন জনের একজনকেও উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।