‘এবার একতরফা নির্বাচন করতে পারবে না সরকার’, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল

Share this news

সাইফুদ্দিন রবিন:

প্রায় ১ বছর ধরে দেশজুড়ে সমাবেশ, পদযাত্রা, গণমিছিল কর্মসূচি পালন করে আসছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে এখন যুগপৎ আন্দোলনে আছে আরও কয়েকটি দল ও জোট। ধারাবাহিক এসব কর্মসূচির চূড়ান্ত পর্ব বা রাজনীতির গন্তব্য আসলে কোনদিকে; সে প্রসঙ্গে যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ২০১৪ ও ১৮ সালের মতো একতরফা নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। জনগণ যেমন প্রতিরোধ করবে, তেমনি অবাধ নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপও আছে। তার মতে, এ দেশের রাজনীতিতে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত, নির্বাচনকালীন নির্দলীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *